Reading Book Properly
প্রতিদিন মাত্র ৪৫ মিনিট বই পড়ুন।
প্রতিদিন যদি আমরা ৪৫ মিনিট করে বই পড়ি তাহলে প্রতি বছর আমরা ৫০ টি বই পড়তে পারি। নিয়মিত বই পড়ার অভ্যাস আমাদের কর্মক্ষেত্রে সবচেয়ে বেশি স্মার্ট এবং সবচেয়ে বেশি উপার্জনকারী ব্যক্তিতে রূপান্তর করে।
আপনি হয়তো বলবেন আমি খুব ব্যস্ত। বই পড়ার মতো সময় আমার নেই। আসলে এ অজুহাত দিয়ে আপনি কাকে ঠকাচ্ছেন?
দিনে ২৪ ঘন্টার ভিতর ১০ ঘন্টা আপনি এমন কাজ করেন যা আপনার লক্ষ অর্জনে কোন ভূমিকা রাখেনা। আর যদি মাত্র ৪৫ মিনিট বই পড়েন আপনার পুরো জীবন বদলে যাবে।
এখন যদি বলেন আপনার ৪৫ মিনিট সময় নেই, তবে আমি
আপনার ৪৫ মিনিট সময় বের করতে সাহায্য করছি।
আপনার ৪৫ মিনিট সময় বের করতে সাহায্য করছি।
সকালে ১৫ মিনিট বই পড়তে পারেন। গাড়িতে বসে ১৫ মিনিট বই পড়া যায় খুব সহজেই। এবং ঘুমানোর আগে ১৫ মিনিট বই পড়ুন।
Comments
Post a Comment