বাস্তবতা
পকেটের সব টাকা শেষ হয়ে যাওয়ার মানে-- টাকা যখন কমতে ছিলো, তখন তুমি সংযত হওনি। পাশ করার ছয় মাস পরেও চাকরি না পাওয়ার মানে-- পাশ করার ছয় মাস আগে থেকেই, তুমি সিরিয়াস প্ল্যান করোনি। লাইফের সব দরজা বন্ধ হয়ে যাওয়ার মানে-- একটা দুইটা দরজা যখন বন্ধ হচ্ছিলো, তখন তুমি সতর্ক হওনি।
.
শুনো, লাইফের সবকিছুর আবহাওয়া একদিনে পাল্টায় না। একদিনে গ্রীষ্মকাল পাল্টে, শীতকাল চলে আসে না। আস্তে আস্তে পাল্টাতে পাল্টাতে-- এক ডিগ্রি, দুই ডিগ্রি, পাঁচ ডিগ্রি করে চেইঞ্জ হতে হতে একদিন শীতের কুয়াশা তোমায় ঘিরে ফেলে। এক চিমটে ফাঁকিবাজি, এক চিলতে আলসেমি, আর এক টুকরা অজুহাত দিয়েই একটু একটু করে ব্যর্থতার দেয়াল তৈরি হতে থাকে।
.
তবে মনে রাখবে- খারাপ সময় যেমন ধীরে ধীরে তৈরি হয়, খারাপ সময়কে পাল্টানোর কাজও ধীরে ধীরে করতে হয়। একটু বেশি হার্ডওয়ার্ক, একটু বেশি চেষ্টা, একটু বেশি রাত জেগে সাধনা না করলে, একটু বেশি ভালো কি করে হবে??? একটু বেশি সময়, স্রোত থেকে উঠে না দাঁড়ালে-- নিজের সময়গুলোকে একটু বেশি কাজে লাগানোর চেষ্টা না করলে, একটু বেশি সময় ফেইসবুক-ইউটিউব-মোবাইল থেকে দূরে না থাকলে-- একটু বেশি সফল কিভাবে হবে???
Thanks for a Inspirational Motivation.
ReplyDeleteThank you
Delete