ঘুম হারানো রাত

কখনো যদি এমন হয়- তুমি আর আমি একসাথে আমাদের সব স্বপ্ন পূরণ করবো কখনো যদি এমন হয়- আমি কিছু না বলতেই তুমি সব শুনে নেবে আমাদের চলার পথও এক হয়ে যাবে তখন আমার হাতের মুঠোয় তোমার উষ্ণ স্পর্শ থাকবে সেদিন । কেন আজ মনে হয় তুমি হিনা অসম্পূর্ণ এ পৃথিবী? কেন আজ প্রথম প্রেমের শিহরণ তুমি বিনা অসম্পৃক্ত? সেই তোমার পাশে কাটানো কোন এক বসন্ত আর ভালবাসার নিঃশ্বাসে জড়িয়ে থাকা মায়াজালের হাতছানি- আজও প্রতিরাতে আমাকে কাঁদায় কখনো যদি এমন হয়- সব শেষের শুরুতে শুধু তুমি আর আমি আরেকবার হারাবো আমি তোমার বিশ্বাসে আরেকবার তুমি ফিরবে সেদিন আগের মতই পেছন থেকে চোখ জড়িয়ে বলবে- বল তো আমি কে? আরেকবার আমি তোমার মিষ্টি হাসির প্লাবনে ভেসে যাব যেদিন মুছে যাবে এসব স্মৃতি, হৃদয়টা হয়তো পাবে তৃপ্তি জানি সেদিন ভাসবে চোখে জীবনের শেষ দৃশ্যটি… এই পর্যন্ত লিখে ডাইরিটা বন্ধ করে দেয় সাব্বির। অনেকটাই তো লেখা হল, অথচ যার জন্য এতকিছু সে-ই আজ অন্য কারো হয়ে যাচ্ছে, অন্য কেউ আজ থেকে তাকে নিয়ে এমন কিছু লিখবে। ঠিক এমন কিছু নয়, এটা তো সাব্বিরের ভেঙ্গে যাওয়া হৃদয়ের অতল থেকে উঠে আসা অশ্রাব্য চিৎকার। তাকে নিয়ে হয়তো লেখা হবে ন...