Posts

Showing posts from January 29, 2020

পরিবেশবান্ধব কলম

Image
এনার নাম নাসিমা আক্তার নাসরিন। ইনি যশোর লোন অফিস পাড়ায় থাকেন। ইনি অতি সাধারণ একজন মধ্যবয়সী মহিলা। কিন্তু এনার তৈরি একটা প্রকল্প যেটা সত্যিই অসাধারণ। আমরা সাধারণত যে কলমগুলো লেখার কাজে ব্যবহার করি সেগুলো সাধারণত প্লাস্টিকের তৈরি। এই কলমগুলোর কালি ফুরিয়ে যাওয়ার পর সাধারণত আমরা কলমগুলো ফেলে দি যেখানে সেখানে। কলমগুলো প্লাস্টিকের হওয়ায় এগুলো যেখানে সেখানে ফেলার ফলে পরিবেশ দূষিত হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়। কারণ প্লাস্টিকের তৈরি যেকোনো জিনিসই পরিবেশ বান্ধব নয়। এভাবে পরিবেশকে  দূষণমুক্ত করার লক্ষ্যে ইনি নতুন এক ধরণের কলম তৈরি করেছেন। কলমটা সম্পূর্ণ কাগজের তৈরি। কাগজের তৈরি হওয়ায় কলমটি সম্পূর্ণ পরিবেশবান্ধব। আর সবথেকে বড় বিষয়, কলমটির দামও অন্যান্য সাধারণ কলমের দামের কাছাকাছি হওয়ায় এটা সাধারণ মানুষের ক্রয়সাধ্য। তার এই অসাধারণ প্রকল্পকে সহযোগিতা করার জন্য আপনারা প্রত্যেকেই এনার কথা তুলে ধরুন। আপনাদের বন্ধুবান্ধব, ফেসবুক গ্রুপে সব জায়গায় শেয়ার করুন।

Reading Book Properly

Image
প্রতিদিন মাত্র ৪৫ মিনিট বই পড়ুন। প্রতিদিন যদি আমরা ৪৫ মিনিট করে বই পড়ি তাহলে প্রতি বছর আমরা ৫০ টি বই পড়তে পারি। নিয়মিত বই পড়ার অভ্যাস আমাদের কর্মক্ষেত্রে সবচেয়ে বেশি স্মার্ট এবং সবচেয়ে বেশি উপার্জনকারী ব্যক্তিতে রূপান্তর করে। আপনি হয়তো বলবেন আমি খুব ব্যস্ত। বই পড়ার মতো সময় আমার নেই। আসলে এ অজুহাত দিয়ে আপনি কাকে ঠকাচ্ছেন? দিনে ২৪ ঘন্টার ভিতর ১০ ঘন্টা আপনি এমন কাজ করেন যা আপনার লক্ষ অর্জনে কোন ভূমিকা রাখেনা। আর যদি মাত্র ৪৫ মিনিট বই পড়েন আপনার পুরো জীবন বদলে যাবে। এখন যদি বলেন আপনার ৪৫ মিনিট সময় নেই, তবে আমি আপনার ৪৫ মিনিট সময় বের করতে সাহায্য করছি। সকালে ১৫ মিনিট বই পড়তে পারেন। গাড়িতে বসে ১৫ মিনিট বই পড়া যায় খুব সহজেই। এবং ঘুমানোর আগে ১৫ মিনিট বই পড়ুন। Learn More...........