Depression

ডিপ্রেশনে থেকে শক্ত হয়ে ওঠা মানুষ গুলো কে কখনো সামনে দাড়িয়ে কাঁদতে দেখবেন নাহ
বরং তাদের কে সারাদিন হাসতে দেখবেন
আপনার পাশে থেকে আপনাকে সাপোর্ট করতে দেখবেন।

According to my point of view, Life এ হুচট খাওয়া খুব দরকার।
অন্তত একবার হলেও দরকার।
ধাক্কা খেলে মানুষ Matured হয়।
মানুষ কে বোঝতে শেখে,
কাদের থেকে দূরত্ব বজায় রাখতে হবে তা বোঝতে শিখে,

এরা যদিও আবার হুচট খায় আরও শক্ত হয়।
নিজেকে শান্ত করার মতো শক্তি এরা রাখে।
প্রাণ খুলে হাসার অভিনয় টা পুরোদমে শিখে ওঠে।
অন্যদের হাসাতে জানে।

নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হিসেবে সবার কাছে নিজের অজান্তেই প্রানোচ্ছল হাসি দিয়ে পরিচয় দিতে জানে।
এরা একা কাঁদে লুকিয়ে+গোপনে।
রাতে গভীর রাতে এরা যখন খুব মানসিক ভাবে টায়ার্ড ফিল করে তখন ই কাদে।

সারাদিন এর অক্লান্ত সুখী হবার অভিনয়ে পরিশ্রম করার পর রাতে যখন একা হয় তখন একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া এরা আর কারো কাছেই ঠাই পায় নাহ।
চিৎকার করে এরা কাঁদতে চায় তবে মুখ বুজেই কাঁদে কেউ ভুল করে কাঁদতে দেখে ফেললে ই বালিশ এ মুখ বুজে চোখ শুকিয়ে নিয়ে মাথা তুলে অভিনয় করে বলে উউফ চোখে খুব জ্বালা করছে এক্ষুনি জল বেড়োবে।
এরা আবার পরে কিন্তু উঠেও দাঁড়ায়।

মনে মনে বলে আর পারছি নাহ খুব ক্লান্ত লাগছে তারপর সামান্য কাঁদে আর সামান্য কেঁদেই নিজেকে আবার শক্ত বানিয়ে দিব্বি কাটিয়ে দেয় সময়











Freelancer Sabbir
Mobile:+8801517865727
Skype:Md Sabbir Hasan
                !!! Never Give Up !!!

Comments

Popular Post

বাস্তবতা

ছাত্রজীবনে (Freelancing) ফ্রিল্যান্সিং ক্যারিয়ার

ফাইবার মার্কেটপ্লেস এ যেভাবে গিগ বা সার্ভিস তৈরি করতে হয়