Brighters Society

BS সম্পর্কে জানুন :-
নাম : ব্রাইটার্স সোসাইটি - বিএস।
লক্ষ্য : একটি সুস্থ, সুন্দর, আলোকিত সমাজ গড়ে তোলা।
উদ্দেশ্য :
ক) আদর্শ ব্রাইটার্স তথা আলোকিত মানুষ তৈরি এবং আলোকিত মানুষদের আলোকিত সমাজ নির্মাণের প্রচেষ্টায় একতাবদ্ধ করা।
খ) দক্ষ, যোগ্য ও সৃজনশীল নেতৃত্ব তৈরি।
প্রতিষ্ঠা তারিখঃ ০১ লা মে, ২০১৬
স্লোগান : “আলোকিত সমাজ চাই”।
মূলমন্ত্র : “সত্য ও জ্ঞানের জয় হবেই হবে”।
মূলনীতি :
ক) জ্ঞান খ) মানবসত্ত্বা গ) নিরপেক্ষতা ঘ) একতা ঙ) সার্বজনীনতা
কার্যনীতি : “প্রতিহিংসার জবাবে ভালোবাসা , শত্রুতার জবাবে বন্ধুত্ব”।
নেতৃত্বনীতি : “সকল প্রকৃত সদস্যই ব্রাইটার্স সোসাইটির সভাপতি”।
সোসাইটির মৌলিক বৈশিষ্ট্য :
ক) ব্রাইটার্স সোসাইটি অব বাংলাদেশ একটি অরাজনৈতিক সংগঠন এবং এর কার্যক্রম সম্পূর্ণরূপে রাজনৈতিক যেকোন স্বার্থ সংশ্লিষ্টতা থেকে দূরে থাকবে ।
খ) জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে ব্রাইটার্স সোসাইটি অব বাংলাদেশ একটি নিরপেক্ষ সংগঠন হিসেবে তার সকল কার্যক্রম পরিচালনা করবে।
গ) ব্রাইটার্স সোসাইটি অব বাংলাদেশ সর্বদা যেকোনো ব্যক্তি স্বার্থের উর্ধ্বে এবং সম্পূর্নরূপে একটি অলাভজনক সংগঠন।
ব্রাইটার্স সোসাইটি অব বাংলাদেশের কার্যক্রমের ফাংশন ৫ টি। যথা:
১। উৎকর্ষ কার্যক্রম : ব্রাইটারস সোসাইটি বিশ্বাস করে এই সমাজকে আলোকিত করতে দরকার একটি আলোকিত প্রজন্ম। আর এই আলোকিত প্রজন্ম সৃষ্টির লক্ষ্যে ও আমরা সদস্যদের বুদ্ধিবৃত্তিক উন্নতির জন্য নানা উৎকর্ষ সাধন কার্যক্রমের আয়োজন করে থাকি। যেমন: টিম ভিত্তিক আলোচনা, বিতর্ক, সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা ইত্যাদি। লেখালেখির মাধ্যমে উৎকর্ষ সাধনের জন্য আমাদের পাবলিক গ্রুপে রয়েছে অজস্র সম্ভাবনা।
২। নেতৃত্ব উন্নয়ন : সঠিক নেতৃত্ব একটি মৌলিক বিষয় যার মাধ্যমে একটি সংগঠনের মানদন্ড নিশ্চিত হয়। আর এই মানদন্ডকে শক্তিশালী ও বলিষ্ঠ করার লক্ষ্যে ব্রাইটার্স সোসাইটি অব বাংলাদেশ কাজ করে আসছে জনলগ্ন থেকেই। প্রতিনিয়ত বিশেষায়ণ, পরিকল্পনা প্রণয়ন ও কার্যনির্বাহের মাধ্যমে নেতৃত্বের গুণাবলী আরো শাণিত করার লক্ষ্যে কাজ করছে আমাদের কেন্দ্রীয় ও টিম লিডাররা।
৩। সেবা : মানুষের সেবা করা ও মানুষের মধ্যে সেবার মনোভাব জাগিয়ে তোলার জন্যই ব্রাইটার্স সোসাইটর উদ্ভব। সারাবছর জুড়ে নানা সেবামূলক কার্যক্রমের মাধ্যমে আমরা আমাদের লক্ষ্যের দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছি। বিভিন্ন প্রাকৃতিক বা মানবসৃষ্ট দুর্যোগ, পথশিশু বা অসহায় মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করে মানুষের পাশে দাঁড়ানো এবং অনলাইন ভিত্তিক গণসচেতনতা সৃষ্টির মাধ্যমে প্রতিনিয়ত চলছে আমাদের সেবা ও সেবামূলক কাজে উৎসাহী করার কার্যক্রম।
৪। সচেতনতা : সকল শুভ উদ্যোগই অসম্পূর্ণ থেকে যাবে যদি মানুষ সচেতন না হয়। আর মানুষকে সচেতন করার জন্য দরকার হয় শক্তিশালী একটা প্ল্যাটফর্ম। বিভিন্ন সেমিনার, মানববন্ধন, শোভাযাত্রা, লেখালেখি, ইভেন্ট এবং অনলাইন ভিত্তিক ইভেন্ট পরিচালনার মাধ্যমে ব্রাইটারস সোসাইটি অনলাইনে ও অফলাইনে এই সচেতনতা কার্যক্রম পরিচালনা করে থাকে।
৫। প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন : একটা বিষয় হাতে-কলমে শেখা মানেই সেটাকে পরিপূর্ণভাবে শেখা। আর সে লক্ষ্যেই আমাদের রয়েছে প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন কার্যক্রম। মাঠ পর্যায়ে ও বিভিন্ন ইভেন্টের মাধ্যমে হাতে কলমে প্রশিক্ষণ। তন্মধ্যে রয়েছে আইসিটি বিষয়ক দক্ষতা বৃদ্ধি, প্রাথমিক চিকিৎসা, স্বাস্থ্যসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ।

Comments

Popular Post

বাস্তবতা

ছাত্রজীবনে (Freelancing) ফ্রিল্যান্সিং ক্যারিয়ার

ফাইবার মার্কেটপ্লেস এ যেভাবে গিগ বা সার্ভিস তৈরি করতে হয়