কম্পিউটার ডিপার্টমেন্ট নিয়ে কিছু কথা


Computer Technology তে ভর্তি হয়ে জীবন শেষ
Computer Technology এর কোন Job নাই
Computer Technology এর ভাত নাই
Computer Technology তে কেউ ভর্তি হবেন না
আসলেই কি Computer Technology এর এই অবস্থা???
বাস্তবতা কি বলে-
যারা এই ধরনের কথা বলেন তাদের কাছে আমার প্রশ্ন যে আপনি কোন দিক থেকে Computer Technology কে ছোট করে দেখলেন ?
আমি সকল দিক থেকে দেখতে পাচ্ছি সেরা Technology হচ্ছে Computer 
আমি এখানে কিছু দিক তুলে ধরার চেষ্টা করব;
১. চাকুরি : বর্তমান বাজারে Engineering Sector গুলির মধ্য সবচেয়ে বেশি চাকুরি আছে CSE তে । এইটা দেখার জন্য আপনি আজকেই Online Job Market Place গুলি Visit করবেন । বাংলাদেশে দক্ষ CSE Engineer না থাকার কারনে এই Job গুলি করতেছে বিদেশি Engineer রা 

২. Salary : Engineering Sector এর মধ্য সবচেয়ে বেশি Salary এর চাকরি করে Computer Engineer রা । একজন Software Architect এর মাসিক বেতন ১০ লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে 
৩. শান্তি : Engineer Sector গুলির মধ্য সবচেয়ে বেশি সুখের চাকরি হচ্ছে Computer Engineer দের । তাদের বাহিরে, রোদে কোন কাজ করতে হয়না । এসি রুমেই চাকরি জীবনের বেশির ভাগ সময় কাটে
৪. পরিসংখান : বিশ্বের সেরা ১০ ধনী ব্যক্তির তালিকাতে Computer Engineer কতজন আছে এইটা আমি বলবনা আপনাদের কাছেই প্রশ্ন রাখলাম 
৫. Gov Job : আপনি একজন Computer Engineer আপনি কেন Gov Job এর আশা করবেন ? Gov Job ৫০ বছর করে যে টাকা ইনকাম করবেন Private Job  করে ১০ বছরে তার থেকে বেশি ইনকাম করতে পারবেন। Gov Job যে একেবারে নেই এমনটাও না, আছে তবে পরিমানে একটু কম। এরপর ও উপ-সহকারী প্রকৌশলী (কম্পিউটার) পদে ডিপ্লোমা পাস করে সরকারি জব করার সুযোগ রয়েছে। এছাড়া সরকারি পলিটেকনিক, টিএসসি, টিটিসি এগুলোতে শিক্ষকতা পেশা ভাল লাগলে জব করার সুযোগতো রয়েছেই। তবে সরকারি জবে সবচেয়ে বেশি সুযোগ হবে কম্পিউটারে বি.এস. সি করার পর যেমন:- সহকারী প্রোগ্রামার, প্রোগ্রামার, সিস্টেম এনালিস্ট, মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার, আইটি অফিসার, ডাটাবেজ এডমিনিষ্ট্রেটর, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার... ইত্যাদি। সবচেয়ে বড় কথা দিন যত যাচ্ছে, চাকরির নতুন সেক্টর ততই সৃষ্টি হচ্ছে 
৬. Business : আপনি যদি Business করতে চান তাহলে তো কোন কথাই নাই । আপনার জন্য অনেক Business Option (যেমন আইটি সেক্টরে ব্যবসা) আছে । তাছাড়াও যে কোন Business করতে গেলে Computer Engineer দের শরণাপন্ন হতেই হবে । এই দিক থেকে আপনি এগিয়ে থাকলেন । কোন Computer Engineer এর কাছে আপনাকে যেতে হলোনা
Computer Engineer সেরা হওয়ার পেছনে আরও ১০০ টিরও বেশি কারন দেখাতে পারব
তাই সকল ভাইদের বলব কে কি বলল তা না শুনে নিজে স্বপ্ন দেখেন, লক্ষ উদ্দেশ্য নির্ধারণ করেন , Skilled হন, Result ভাল করেন সফলতা আসবেই ইনশাআল্লাহ । Skill না থাকলে Computer Department কোন কাজে আসবেনা
বি:দ্র : অন্যান্য Department কে ছোট করে দেখছিনা। তবে যারা Computer Department কে নিয়ে আজেবাজে মন্তব্য করে তাদের জন্য আজকের লেখা


Learn More.......

Comments

Popular Post

বাস্তবতা

ছাত্রজীবনে (Freelancing) ফ্রিল্যান্সিং ক্যারিয়ার

ফাইবার মার্কেটপ্লেস এ যেভাবে গিগ বা সার্ভিস তৈরি করতে হয়