নীরবতা
পৃথিবীতে নীরবতার চাইতে মোক্ষম অস্ত্র আর কিছু হয়না।
বাবা বকা দিচ্ছে? চুপ থাকুন !
আম্মা ঝাড়ি মারছে? চুপ থাকুন !
বিএফ মিথ্যা বলছে? চুপ থাকুন !
জিএফ চিট করছে?বুঝেও চুপ থাকুন !
আম্মা ঝাড়ি মারছে? চুপ থাকুন !
বিএফ মিথ্যা বলছে? চুপ থাকুন !
জিএফ চিট করছে?বুঝেও চুপ থাকুন !
অতি চালাক বন্ধু গুটিবাজি করছে?আপনি বুঝেছেন, চুপ থাকুন, উপভোগ করুন !
একমাত্র আপনার রিএকশন পেলেই সে জিনিস আপনাকে ধ্বংস করারও ক্ষমতা রাখে।
আপনার এটেনশন না পেলেই যারা আপনাকে মানসিকভাবে বরবাদ করতে চাইছে তারাই তিলে তিলে শেষ হয়ে যাবে এটাই তো সেই মোক্ষম হাতিয়ার যেটি আপনাকে রপ্ত করা শিখতে হবে ।
চিল্লাতে বা রিএকশন দিতে তো সবাই পারে,নীরবতার হাতিয়ার তো সেই মূল্যবান জিনিস যা সবার মাঝে থাকেনা ।
এমন বিনোদন আর পাবেন না। চুপ থাকুন !
যার জন্য নিজের সর্বস্ব বিলিয়ে দিয়েছেন সেই আপনাকে প্রশ্ন করছে " তুই আমার জন্য কি করেছিস " চুপ থাকুন। উপভোগ করুন।ওদের ফিল করতে দিন, আপনি বোকা। ওরা চালাক। আপনি কিছু বুঝেন না। তাই চুপ থাকেন।
আপনি বোবা। পরিবেশ সুন্দর। আপনি কোন হইচই করেন না। তারপর ও কিছু লোক বলবে আপনি ভালোনা। সবাইকে খুশী করতে আপনি পৃথিবীতে আসেননি।
সবাইকে খুশী করার ঠেকা নেননি আপনি। নিরব থাকুন। ট্রাস্ট মি নিরবতার চাইতে বড় অপমান আর কিছু হইতে পারেনা।মানুষকে এই ইল্যুশনে থাকতে দিন যে আপনি অন্ধ,কিছুই দেখেন না। দেখবেন মানুষ মুখোশ টা খুলে আসল চেহারাটা দেখাবে।

Comments
Post a Comment